মঙ্গলবার, ২৩ মে, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশ ব্যাংকের সেই সার্ভার আবারও চালু

নিজস্ব প্রতিবেদক

আবারও চালু করা হলো বাংলাদেশ ব্যাংকের অনলাইন আন্তব্যাংক লেনদেন সার্ভার রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস)। গত বছর বাংলাদেশ ব্যাংকের এই সার্ভার হ্যাক করার মাধ্যমে যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে অর্থ চুরি করে নেয় ফিলিপাইনের দুর্বৃত্তরা। গতকাল এই সার্ভার চালু করে এটি ব্যবহারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংক দেশের সব তফসিলি ব্যাংকে চিঠি পাঠিয়েছে। জানা গেছে, ২০০৯ সালে এই আরটিজিএস প্রকল্প চালু করে বাংলাদেশ ব্যাংক। এই প্রকল্পের আওতায় ২০১৩ সালে আরটিজিএস সার্ভার স্থাপন করে দেশের সব ব্যাংকের আন্ত লেনদেনের জন্য একই সার্ভারের আওতায় আনা হয়। দ্রুত লেনদেন নিষ্পত্তির জন্য এই সার্ভার কার্যকর হিসেবে পরিচিতি পায়। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ৮০০ কোটি টাকা নিয়ে যায়। ফিলিপাইনের রিজাল ব্যাংকের অ্যাকাউন্টে ওই টাকা নেওয়া হয় যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে। আরটিজিএস সার্ভার হ্যাক করে ওই অর্থ নেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে বাংলাদেশ ব্যাংক সার্ভার বন্ধ রাখে দীর্ঘদিন। তবে আন্তব্যাংক লেনদেনের ক্ষেত্রে ইলেকট্রিক ফান্ডস ট্রান্সফার (ইএফটি), ন্যাশনাল পেমেন্ট সুইচ (এনপিএস) চালু ছিল। এই পদ্ধতিতে বড় আকারের লেনদেন করা সম্ভব হয় না।

 

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ আবারও নতুন করে সার্ভার নিরাপত্তা নিয়ে কাজ করেছে। এরপর তা পুনরায় চালু করল। আরটিজিএস চালু করে সব ব্যাংককে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যাংক কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়ে এই সার্ভার ব্যবহারে উপযুক্ত করতে হবে। কর্মকর্তা ও গ্রাহকদের সচেতনতা সৃষ্টি করতে আরটিজিএস ব্যবহারের ক্ষেত্রে পদক্ষেপ নিতে বলেছে। এ জন্য ওয়ার্কশপ, লিফলেটসহ বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালাতে হবে।

 

সর্বশেষ খবর