মঙ্গলবার, ২৩ মে, ২০১৭ ০০:০০ টা

কওমি সনদ স্বীকৃতির বিরুদ্ধে রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক

কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস পরীক্ষাকে মাস্টার্সের সমমান হিসেবে স্বীকৃতি প্রদানের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছে হাই কোর্ট। বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাই কোর্ট বেঞ্চ গতকাল এ আদেশ দেয়। আদালত জানায়, রিটটি যথাযথভাবে উত্থাপিত হয়নি; তাই এটি খারিজ করা হলো। এ গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ফজলুল হক হাই কোর্টে রিট করেন। গত ১৩ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদকে সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করে। এতে বলা হয়, বৈশিষ্ট্য বজায় রেখে ও দারুল উলুম দেওবন্দের মূলনীতিগুলোকে ভিত্তি ধরে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্সের (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান করা হলো।

সর্বশেষ খবর