বুধবার, ২৪ মে, ২০১৭ ০০:০০ টা

রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের অতিরিক্ত দায়িত্ব

প্রতিদিন ডেস্ক

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন সোমবার পেরুর প্রেসিডেন্ট পেড্রো পাবলো কুজিনস্কির কাছে তার পরিচয়পত্র পেশ করেন। এটি হবে স্থায়ী প্রতিনিধি হিসেবে তার দায়িত্বের অতিরিক্ত। লিমায় রাষ্ট্রপতির বাসভবনে পরিচয়পত্র পেশের আগে রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করা হয়। প্রেসিডেন্ট পেড্রো স্বাগত জানান রাষ্ট্রদূতকে। এ সময় রাষ্ট্রদূত মাসুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির তথ্য উপস্থাপন করেন এবং ব্যবসা-বাণিজ্য এবং সামাজিক ন্যায় বিচারের ক্ষেত্রে পেরুর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ক্রমান্বয়ে জোরদার হবে বলে আশা পোষণ করেন। এ সময় পেরুর পররাষ্ট্রমন্ত্রী রিকার্ডো  লুনা সেখানে ছিলেন। খবর এনআরবি নিউজের।

 

 

সর্বশেষ খবর