বুধবার, ২৪ মে, ২০১৭ ০০:০০ টা
শরণার্থীবিষয়ক হাইকমিশন প্রতিনিধি

রোহিঙ্গা নারীদের প্রায় এক-তৃতীয়াংশ যৌন নির্যাতনের শিকার

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশন প্রতিনিধি শিনজি কুবো বলেছেন, মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে গত অক্টোবর থেকে আমাদের শরণার্থী শিবিরে আসা নারীদের মধ্যে প্রায় ১ হাজার নারী অভিযোগ করেছেন তারা সে দেশে ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হয়েছেন। সে অনুযায়ী প্রায় এক-তৃতীয়াংশ নারী যৌন নির্যাতনের শিকার। শরণার্থী শিবিরে তাদের সাক্ষাৎকার গ্রহণকালে ইউএনএইচসিআর প্রতিনিধিদের কাছে তারা এসব অভিযোগ করেছেন। রাজধানীর গুলশানে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশন কার্যালয়ে গতকাল মতবিনিময় সভায় এসব কথা বলেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশন প্রতিনিধি শিনজি কুবো। মিয়ানমার থেকে বাংলাদেশে আসা শরণার্থীদের কথা বলতে গিয়ে তিনি বলেন, আমাদের ক্যাম্পে শরণার্থী আছে ৭৪ হাজার। আর ক্যাম্পের বাইরে সরকারি হিসেবে ছড়িয়ে ছিটিয়ে আছে ৩-৫ লাখ। এ পরিস্থিতি মোকাবেলায় আমরা সরকারকে সহযোগিতা করছি।

এই শরণার্থীদের সহায়তায় কোন বিষয়টি জরুরি জানতে চাইলে তিনি বলেন, প্রথমে এই শরণার্থীদের নিবন্ধন জরুরি। এ ছাড়া এদের যেমন সঠিক হিসাব জানা যাচ্ছে না একইভাবে তাদের সহায়তাও দেওয়া যাচ্ছে না। আর ক্যাম্পের বাইরের শরণার্থীদের সহযোগিতা করার অধিকার আমাদের দেওয়া হয়নি। এ বিষয়ে সরকারকে ভাবতে হবে। আমরা শুধু সরকারকে সহযোগিতা করতে পারি চাপ দিতে পারি না। তাদের থাকার জায়গা হলে আমরা খুবই খুশি হব বলে মন্তব্য করেন তিনি। ইউএনএইচসিআরের অ্যাসিস্টেন্ট প্রটেকশন অফিসার ফাহমিদা করিম, অ্যাসিস্টেন্ট এক্সটার্নাল অফিসার সৌভিক দাস তমাল এবং পাবলিক ইনফরমেশন অ্যাসিস্টেন্ট যোসেফ সূর্যমণি ত্রিপুরা এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর