বুধবার, ২৪ মে, ২০১৭ ০০:০০ টা

গণতন্ত্র, আইনের শাসনেই সব সমস্যার সমাধান

চন্দ্রিকা কুমারাতুঙ্গা

কূটনৈতিক প্রতিবেদক

দক্ষিণ এশিয়ার চলমান সমস্যা সমাধানে গণতন্ত্র, আইনের শাসন, সুষ্ঠু নির্বাচন ও মানবাধিকারের মতো মৌলিক বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করেছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা বন্দরনায়েকে কুমারাতুঙ্গা। একই সঙ্গে তিনি সন্ত্রাসকে কোনো ধরনের ছাড় না দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, এ সমস্যার সমাধানে মূল কারণ খুঁজতে হবে। গতকাল সকালে ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত বক্তৃতা অনুষ্ঠানে ‘বিভক্ত সমাজগুলোর পুনর্মিলন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা : শ্রীলঙ্কা থেকে শিক্ষা’ শীর্ষক বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

 উল্লেখ্য, চন্দ্রিকা কুমারাতুঙ্গা শ্রীলঙ্কার প্রথম নারী প্রেসিডেন্ট। বর্তমানে তিনি লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ‘গ্লোবাল লিডারশিপ ফাউন্ডেশনের’ সদস্য। তার মা শ্রীমাভো বন্দরনায়েকে ছিলেন বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী। চন্দ্রিকা কুমারাতুঙ্গার বাবা সলোমন বন্দরনায়েকেও ছিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। চন্দ্রিকা রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় স্বামীকে হারান, নিজেও শিকার হয়েছিলেন সন্ত্রাসী হামলার।

সর্বশেষ খবর