বুধবার, ২৪ মে, ২০১৭ ০০:০০ টা

সহায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি : নোমান

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, ‘আগামীতে সহায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি। শিগগিরই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহায়ক সরকারের রূপরেখা তুলে ধরবেন। আশা করি, বিএনপির ভিশন-২০৩০-এর মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহায়ক সরকারকে সমর্থন দিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করবেন।’ গতকাল রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালন এবং খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশের তল্লাশির প্রতিবাদে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আবদুল্লাহ আল নোমান।

 অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপি নেতা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, হাবিবুর রহমান হাবিব, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, কাদের গনি চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। নোমান বলেন, ‘সরকারপ্রধানের (শেখ হাসিনা) শুভবুদ্ধির উদয় হয়েছে। এভাবে বিএনপির দেওয়া নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাবের প্রতিও প্রধানমন্ত্রী একসময় সমর্থন জানাবেন বলে আমি মনে করি।’ তিনি বলেন, ‘বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতির মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। সেই মৌলিক পার্থক্য আছে বলেই রাজনীতিতে জাতীয়তাবাদী দল এখনো আছে। না হলে বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করেছিল, পারেনি রাজনৈতিক শক্তির কারণে। ভবিষ্যতে বিএনপির যে আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়ে গেছেন, সেই রাজনীতি এগিয়ে যাবে। এই রাজনীতিকে আটকে রাখা যাবে না।’

সর্বশেষ খবর