বুধবার, ২৪ মে, ২০১৭ ০০:০০ টা

চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্ব হস্তান্তরে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফল স্থগিত করে দেওয়া নিম্ন আদালতের আদেশ স্থগিত করেছে ঢাকার জেলা জজ আদালত। ফলে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরে আর কোনো বাধা নেই। গতকাল ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান এ আদেশ দেন। ৫ মে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শিল্পী সমিতির নির্বাচন হয়। পরদিন ফল প্রকাশিত হয়। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন মিশা সওদাগর। সাধারণ সম্পাদক হন জায়েদ খান। ১২ মে শপথ নেন নবনির্বাচিত কমিটির বিভিন্ন পদের ১১ জন। অন্য ১০ জন ওই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। কিন্তু এর আগের দিন শিল্পী সমিতির নির্বাচনের ফল স্থগিত চেয়ে ঢাকার দ্বিতীয় জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে একটি মামলা করেন রমিজ উদ্দিন। সেই আবেদনে দায়িত্ব হস্তান্তর স্থগিত করার কথা বলেন তিনি। নিম্ন আদালত তা আমলে নিয়ে দায়িত্ব হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করে। গতকাল সেই নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। জানা গেছে, ঢাকার জ্যেষ্ঠ সহকারী জজ আদালতের আদেশের বিরুদ্ধে পুনর্বিবেচনা আবেদন করেন বিবাদীরা। ২০ মে শুনানি হলে আদালত তা নাকচ করে স্থগিতাদেশ বহাল রাখে। বিবাদীপক্ষ সেই আদেশের বিপক্ষে ঢাকার জেলা জজ আদালতে আপিল করলে শুনানি শেষে নিম্ন আদালতের আদেশ খারিজ করে দেওয়া হয়। বিবাদীপক্ষের আইনজীবী কাওসার হোসেন সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।

সর্বশেষ খবর