বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭ ০০:০০ টা

বসুন্ধরা চক্ষু হাসপাতালে ২৭ রোগীর বিনামূল্যে ছানি অপারেশন

নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কোবাদ আলী শেখ (৬০)। দুই চোখে ছানি পড়ে ঝাপসা দৃষ্টি। কিন্তু অপারেশন করার মতো সামর্থ্য নেই তার। চোখ দিয়ে অঝরে পানি পড়ে কিন্তু কিছুই করার নেই। অবশেষে তার পাশে দাঁড়ায় বসুন্ধরা চক্ষু হাসপাতাল এবং দোয়ারকা দাস ফাউন্ডেশন। এখন শুধু চোখের অপারেশনই নয়, তার ওষুধ-খাওয়া-থাকা সব ব্যবস্থাই করা হয়েছে বিনামূল্যে। শুধু কোবাদ আলী নন, তার সঙ্গে মনির উদ্দিন, আতর আলী, আকবর হোসেনসহ ২৭ জনের চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। এভাবে বিনামূল্যে ১৪০ জন অসহায় মানুষের চোখের ছানি অপারেশন করা হবে। বসুন্ধরা চক্ষু হাসপাতাল ও রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ডা. মো. সালেহ আহমদের তত্ত্বাবধানে দেশের বিভিন্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সে অনুযায়ী কুষ্টিয়ার হরিনারায়ণপুরে দোয়ারকা দাস ফাউন্ডেশনের সহযোগিতায় মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। সেখানে প্রায় ১ হাজার ৬০০ রোগী সেবা নিতে আসেন। এর মধ্যে ১৪০ জনের চোখে ছানি পড়ায় অপারেশন করার জন্য নির্বাচন করা হয়। আর বাকিদের ফ্রি ওষুধ এবং চশমার ব্যবস্থা করা হয়। এ পর্যায়ে ১৪০ জনের মধ্যে ২৭ জনকে অপারেশনের জন্য ঢাকায় আনা হয়েছে।

এই উদ্যোগের বিষয়ে দোয়ারকা দাস ফাউন্ডেশনের উদ্যোক্তা পবন কুমার আগারওয়াল বলেন, ‘মানুষের সহযোগিতায় গ্রামে স্কুল-কলেজ করেছি। কিন্তু এ ধরনের সহযোগিতা করার সুযোগ হয়নি। পত্রিকায় বসুন্ধরা চক্ষু হাসপাতালের এই ফ্রি ক্যাম্পের বিষয়ে জানতে পেরে তাদের সঙ্গে যোগাযোগ করি। পরে আমার এলাকা কুষ্টিয়ায় এখান থেকে চিকিৎসকরা গিয়ে চিকিৎসা দিয়ে এসেছেন। আর অসহায়দের চোখের অপারেশনে আমি আমার জায়গা থেকে সাধ্যমতো সহযোগিতা করছি এবং বাকিটা হাসপাতাল দেখছে।’

সর্বশেষ খবর