বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭ ০০:০০ টা

নদী সমস্যা নিয়ে দিল্লিতে মোদী-মমতা বৈঠক আজ

কলকাতা প্রতিনিধি

নদী সমস্যার জট ছাড়াতে আজ বিকালে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ জন্য গতকাল কলকাতা থেকে দিল্লি পৌঁছান মমতা। জানা গেছে, বৈঠকে অন্যান্য বিষয়ের সঙ্গে গুরুত্ব পেতে পারে চূর্ণী নদীর দূষণ, আত্রাই নদীর ওপর বাংলাদেশের বাঁধ, পুনর্ভবাসহ একাধিক নদী সমস্যার বিষয়। এ ছাড়া তিস্তার বিকল্প হিসেবে তোরসাসহ অন্য নদীগুলোর পানি বণ্টনের বিষয়টি নিয়েও আলোচনা হতে পারে। বাংলাদেশের কুষ্টিয়া জেলায় পদ্মা নদী থেকে মাথাভাঙা নদীটি উত্পন্ন হয়ে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মাজদিয়ায় এসে দুটি প্রবাহে ভাগ হয়। এর একটি হলো চূর্ণী নদী, যেটি পশ্চিমবঙ্গে প্রবাহিত হয়েছে। চূর্ণীর পাশাপাশি আত্রাই নিয়েও সরব মমতা। আত্রাইর ওপর বাংলাদেশের বাঁধ দেওয়ার ফলে বালুর ঘাটের মানুষ পানি পাচ্ছে না বলেও অভিযোগ মমতার। আলোচনা হতে পারে তোরসাসহ বিকল্প নদীগুলো নিয়েও। এপ্রিলের গোড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সময় তিস্তার পানি বণ্টনের বিকল্প হিসেবে বাংলাদেশকে তোরসা সম্পর্কে প্রস্তাব দেন মমতা। যদিও ঢাকা মমতার সেই প্রস্তাবে সাড়া দেয়নি। ভারতের কেন্দ্রীয় সরকারও মমতার দেওয়া বিকল্প প্রস্তাবের বদলে তিস্তা সমস্যা মেটানোর দিকেই জোর দেয়। ফলে তিস্তা নিয়ে মমতার ওপর ক্রমশ চাপ বাড়তে থাকে। এ কারণে এবার কেন্দ্রের ওপর পাল্টা চাপের রাখার কৌশল হিসেবে আত্রাই ও চূর্ণীকে সামনে আনতে চাইছেন মমতা।

সর্বশেষ খবর