শুক্রবার, ২৬ মে, ২০১৭ ০০:০০ টা

জেএমবি প্রধান সাইদুরের সাত বছরের জেল

আদালত প্রতিবেদক

রাজধানীর কদমতলী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জেএমবির শীর্ষস্থানীয় নেতা মাওলানা সাইদুর রহমানসহ তিনজনকে সাড়ে সাত বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি সাইদুর রহমানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অপর দুই দণ্ডপ্রাপ্ত আসামি আবদুল্লাহিল কাফী ও তার স্ত্রী আয়শা আক্তার পলাতক। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, সন্ত্রাসবিরোধী আইনের ৯ ধারায় নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচার চালানোর দায়ে তিন আসামির সবাইকে সাত বছর করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া সন্ত্রাসবিরোধী আইনের ৮ ধারায় নিষিদ্ধ সংগঠনের সদস্য হওয়ার অপরাধে তাদের ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। রায়ে বলা হয়েছে, আসামিদের দুই ধারার সাজা পরপর খাটতে হবে। অর্থাৎ তাদের মোট সাত বছর ছয় মাস জেল খাটতে হবে। কিন্তু তাদের হাজতবাসকালীন সময় সাজা খাটা হিসেবে গণ্য হবে। আসামিপক্ষের আইনজীবী শাহানাজ সাথী বলেন, এ মামলায় সাক্ষীরা আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ায় আসামি মাওলানা সাইদুর রহমান ন্যায়বিচার পাননি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। রায় শুনে আসামি সাইদুর রহমান প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘আমি কখনই জেএমবি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। এ ধরনের কাজ আমি কখনই করিনি। ছাত্রজীবনে আমি ১৯৭৭ থেকে ১৯৮০ সাল পর্যন্ত মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সাভাপতি ছিলাম। এ ছাড়া ১৯৮১ সাল থেকে ১৯৯১ পর্যন্ত আমি হবিগঞ্জ জেলা জামায়াতের আমির ছিলাম। আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। আমি নির্দোষ।’

মামলার নথিসূত্রে জানা গেছে, ২০১০ সালের ২৫ মে কদমতলী থানার দনিয়া এলাকার একটি বাসায় আসামিদের কাছ থেকে নিষিদ্ধ জঙ্গি বই ও প্রচারপত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় কদমতলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে পুলিশ। পরে ঘটনা তদন্ত করে আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এ মামলা ছাড়া মাওলানা সাইদুরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে হবিগঞ্জে পাঁচটি, সিলেটে একটি, নারায়ণগঞ্জে দুটি এবং ঢাকায় তিনটি মামলা রয়েছে। এ ছাড়া সিলেটের আদালত একটি মামলায় সাইদুরকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে।

সর্বশেষ খবর