রবিবার, ২৮ মে, ২০১৭ ০০:০০ টা

রমজানের শুরুতেই আফগানিস্তানে জঙ্গি হামলা, নিহত ১৮

পবিত্র রমযান মাসের প্রথমদিনেই রক্ত ঝরেছে আফগানিস্তানে। গতকাল দেশটির পূর্বাঞ্চলীয় খোস্ত শহরে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ১৮ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে যাদের মধ্যে দুটি শিশুও রয়েছে। দেশটির তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা একথা জানিয়েছেন। তবে কোনো গোষ্ঠী তাত্ক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি। একদিন আগে শুক্রবার ভোরের দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের এক সেনাঘাঁটিতে তালেবান হামলায় কমপক্ষে ১৫ আফগান সেনাসদস্য নিহত হন। এ ঘটনার একদিন যেতে না যেতেই ফের দেশটিতে রক্ত ঝরলো। এর মাত্র চারদিন আগে একই সেনাঘাঁটিতে তালেবান হামলায় কমপক্ষে ১০ সেনাসদস্য প্রাণ হারিয়েছিল। আত্মঘাতী হামলাকারী মূলত শহরটির কেন্দ্রস্থলে পুলিশের ব্যবহৃত যান লক্ষ্য করে হামলাটি চালায়। তথ্যমন্ত্রণালয়ের মুখপাত্র দানিশ এএফপি জানিয়েছেন, হামলাকারী একটি সেনাঘাঁটির কাছাকাছি তার সঙ্গে থাকা বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণ ঘটায়। তিনি আরও জানিয়েছেন, বোমায় নিহতদের শরীর এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে এগুলো শনাক্তের অযোগ্য। ফলে নিহতরা বেসামরিক বা নিরাপত্তাবাহিনীর সদস্য তা বলা কঠিন। সম্প্রতি তালেবান গোষ্ঠী তাদের বার্ষিক বসন্তকালীন আক্রমণ (স্প্রিং অফেনসিভ) জোরদার করেছে। এর পরিপ্রেক্ষিতে দেশটির বিভিন্ন স্থানে হামলার ঘটনার বেড়েছে। বিবিসি

সর্বশেষ খবর