শিরোনাম
রবিবার, ২৮ মে, ২০১৭ ০০:০০ টা

ভাস্কর্য সরানোর পক্ষে বিপক্ষে বিক্ষোভ

প্রতিদিন ডেস্ক

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে এবং অপসারণের সিদ্ধান্তকে সমর্থন করে গতকাল দেশের বিভিন্ন স্থানে পাল্টাপাল্টি বিক্ষোভ-সমাবেশ হয়েছে। ভাস্কর্য পুনঃস্থাপন ও গ্রেফতারদের মুক্তির দাবি জানান প্রগতিশীল সংগঠনগুলোর নেতারা। অপরপক্ষ ভাস্কর্য ইস্যুতে বামপন্থিদের ভূমিকার বিরোধিতা করেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর—

বরিশাল : সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে ভাস্কর্য সরানোর প্রতিবাদে সমাবেশ করে জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। এর আগে ভাস্কর্য ইস্যুতে বামপন্থিদের ভূমিকার প্রতিবাদে একই স্থানে সমাবেশ করার জন্য জড়ো হয় ইসলামী ছাত্র আন্দোলন। পুলিশ ইসলামী ছাত্র আন্দোলন কর্মীদের সেখান থেকে সরিয়ে দিলে তারা অদূরে প্যারারা রোডে অবস্থান নেন। জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি সন্তু মিত্রের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন হাসিবুল ইসলাম, মামুন হোসেন ও নীলিমা জাহান। মাগুরা : মাগুরায় ভাস্কর্য অপসারণের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও এর বিরোধিতাকারীদের প্রতিবাদ জানিয়ে শহরে মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন মাগুরা শাখা। ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব প্রাঙ্গণে উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এতে উদীচী ছাড়াও অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন। মৌলভীবাজার : মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সরকার মৌলবাদী ও স্বাধীনতা বিরোধীদের সঙ্গে যে আপসের রাজনীতি শুরু করেছে সেটা সুখকর হবে না। সরকার তাদের লাই দিয়ে মাথায় তুলেছে। এখন তারা দেশের সব ভাস্কর্য ভাঙার দাবি করছে। তাদের এই জঘন্য আগ্রাসন রুখতেই হবে।  গাইবান্ধা : জেলা শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশ অংশ নেন প্রগতিশীল সংগঠনগুলোর নেতারা। সমাবেশে বক্তারা বলেন, মৌলবাদী গোষ্ঠীর দাবির কাছে সরকারের মাথা নত করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত হয়েছে। তারা অবিলন্বে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ভাস্কর্য পুনঃস্থাপনের দাবি জানান।

সর্বশেষ খবর