রবিবার, ২৮ মে, ২০১৭ ০০:০০ টা

চট্টগ্রামের ৫৮টি স্পটে বিশেষ ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রমজান মাসে চট্টগ্রাম নগরীতে যানজটের লাগাম টেনে ধরতে নগরীর উত্তর ও বন্দর জোনের ট্রাফিক বিভাগের ১৬ থানার ৫৮টি স্পটে রাখা হচ্ছে ট্রাফিক বিভাগের কঠোর মনিটরিং। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই জোনের মধ্যে ট্রাফিক বিভাগের ডিসি, এডিসি, এসি ছাড়াও ১৬জন টিআই, ১১৬ জন সার্জেন্ট, এএসআই, এটিএসআই, কনস্টেবলসহ মোট ৮৮৩ জন দায়িত্ব পালন করবেন। তা ছাড়া আর্ম পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) থাকবেন ৫ জন। এতে সার্বক্ষণিক মনিটরিং করবেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা। একইভাবে রমজানে সার্জেন্টসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন স্পটে এবার ইফতারও করবেন। চট্টগ্রামের ডিসি ট্রাফিক (উত্তর) মো. সুজায়েত ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আজ থেকে মাসব্যাপী রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম উত্তর জোনসহ নগরীতে ট্রাফিক যানজট মুক্ত রাখার জন্য এরইমধ্যে কাজ শুরু করেছি। সকাল থেকে থানাসহ বিভিন্ন স্পটে টিআই, সার্জেন্টসহ ট্রাফিক বিভাগের দায়িত্বশীলরা মাঠে থাকবে। প্রতিটি স্পটে যানজট মুক্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছাড়া নিরাপত্তা ও জনগণের আস্থা ধরে রাখার জন্য অতীতের মতো প্রতিনিয়ত মনিটরিংও করা হচ্ছে।

সর্বশেষ খবর