সোমবার, ২৯ মে, ২০১৭ ০০:০০ টা

নির্বাচনী আইন সংশোধনে মাঠ কর্মকর্তাদের মতামত নেবে ইসি

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনী আইন সংশোধনে মাঠ কর্মকর্তাদের মতামত নেবে নির্বাচন কমিশন। এ জন্য আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের চিঠি পাঠানো হচ্ছে। আজকালের মধ্যে চিঠি দেওয়া হতে পারে। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনী আইন সংশোধনের বিষয়ে মতামতের জন্য ১৫ দিনের সময় দেওয়া হবে। আর জেলা নির্বাচন কর্মকর্তা সংশ্লিষ্ট জেলার উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সভা করে তাদের সবার মতামত নিয়ে তা সমন্বয় করে ইসিতে পাঠাবেন। জানা গেছে, সংসদ নির্বাচন পরিচালনার মূল আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের জন্য নির্বাচন কর্মকর্তাদের মতামত চাইবে নির্বাচন কমিশন। ১৫ দিনের মধ্যেই ইসির পাঁচ শতাধিক নিজস্ব কর্মকর্তাকে এ বিষয়ে তাদের প্রস্তাব দিতে হবে। ইতিমধ্যে একটি চিঠিও প্রস্তুত করা হয়েছে। দ্রুত তা পাঠানো হবে। এবারে দ্বিতীয়বারের মতো মাঠ কর্মকর্তাদের কাছে মতামত চাওয়া হচ্ছে। এর আগে বিগত রকিব কমিশন মাঠ কর্মকর্তাদের কাছে মতামত নিলেও তার আলোকে কোনো সংশোধনী করে যেতে পারেনি। এখনো নতুন কমিশনের কাছে সেই মতামত উপস্থাপন করেনি ইসি সচিবালয়। চিঠিতে বলা হচ্ছে, সংসদ নির্বাচন পরিচালনার মূল আইন রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ (আরপিও) বিভিন্ন সময়ে সংযোজন ও বিয়োজনের পর বর্তমানে ৯৫টি অনুচ্ছেদ রয়েছে। আইনটি যুগোপযোগী করার জন্য বাস্তবতার নিরিখে কোনো অনুচ্ছেদ সংশোধন, সংযোজন, বিয়োজন করা প্রয়োজন কিনা-যাচাই করে মতামত দেওয়ার জন্য আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তাকে অনুরোধ করা হলো।

মতামত দেওয়ার সুবিধার্থে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তার অধীনস্থ জেলার কর্মকর্তাদের সঙ্গে এবং জেলা নির্বাচন কর্মকর্তা তার অধীনস্থ উপজেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রস্তাব পাঠাবেন। আরপিও সংশোধনের বিষয়ে কর্মকর্তারা ইন্টারনাল সাইট ও ডাকযোগে মতামত পাঠাতে পারবেন।

সর্বশেষ খবর