সোমবার, ২৯ মে, ২০১৭ ০০:০০ টা

ঢাকা মেডিকেলে আনসার কর্মচারী হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্মচারী ও আনসার সদস্যদের মধ্যে হাতাহাতি হয়েছে। গতকাল  বেলা সোয়া ১১টার দিকে ঢামেক নতুন ভবনের সামনে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

ঢামেক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের টেকনিশিয়ান কামাল উদ্দিন (৪০) তার মোটরসাইকেল নতুন ভবনের নিচে রাখতে গেলে তাকে বাধা দেন কর্তব্যরত আনসার সদস্য মোস্তাফিজ। এ নিয়ে তাদের মধ্যে প্রথমে তর্কাতর্কি এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। এদিকে বেলা ১২টার দিকে বিষয়টি জানার জন্য আনসার সদস্যদের প্লাটুন কমান্ডার (পিসি) মোতাহার হোসেনের নেতৃত্বে কয়েকজন আনসার সদস্য নতুন ভবনের সামনে যান। তখন হাসপাতাল-২ ভবনের কর্মচারীদের সঙ্গে মোতাহারের বাকবিতণ্ডা এবং পুনরায় হাতাহাতি-ধস্তাধস্তি শুরু হয়। এর এক ফাঁকে হাসপাতালের এক স্টাফ বসার টুল দিয়ে মোতাহারের মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে রক্ত পড়তে থাকে।

এ নিয়ে পুরো হাসপাতাল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিকিৎসা নিতে আসা অনেক রোগী ও অভিভাবকরা ভয়ে  ছোটাছুটি করতে থাকেন। জানা গেছে, আহত প্লাটুন কমান্ডারকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর