মঙ্গলবার, ৩০ মে, ২০১৭ ০০:০০ টা

তামাক থেকে রাজস্ব আয়ের চেয়ে ক্ষতি হচ্ছে বেশি

— ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, তামাক থেকে আমাদের যে রাজস্ব আদায় হচ্ছে, আমাদের ক্ষতির পরিমাণ তার থেকে অনেক বেশি। তামাক মাদক আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। গতকাল ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, মানস-এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. অরুপ রতন চৌধুরী, সাধারণ সম্পাদক চলচ্চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন।

ডিএমপি কমিশনার আরও বলেন, শুধু আইন করে, ট্যাক্স বৃদ্ধি করে মাদকের ব্যবহার বন্ধ করা যাবে না। এ জন্য চাই জনসচেতনতা, কাউন্সেলিং, মোটিভেশন। তিনি বলেন, ঢাকা মহানগরের প্রত্যেকটি থানা এলাকায় মাদক ব্যবসায়ীদের নামের তালিকা তৈরি করেছি। তাদের বিরুদ্ধে শুধু আইন করে নয়, সামাজিকভাবে তাদের বয়কট করার আন্দোলন করব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর