মঙ্গলবার, ৩০ মে, ২০১৭ ০০:০০ টা

ভাস্কর্য অপসারণের প্রতিবাদে যুক্তরাষ্ট্র উদীচীর সমাবেশ

এনআরবি নিউজ, নিউইয়র্ক

সুুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে যুক্তরাষ্ট্র উদীচী গত রবিবার বিকালে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় সমাবেশ করেছে। এর আগে ভাস্কর্য সরানোর প্রতিবাদে উদীচী স্কুলের শিক্ষার্থীরা র‌্যালি করে। সমাবেশে উদীচী নেতা জীবন বিশ্বাস তীব্র ক্ষোভের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেন, ‘আমরা আপনাকে এখনো সমর্থন দিচ্ছি। কিন্তু সাম্প্রদায়িক শক্তির সঙ্গে সমঝোতার মতো পরিস্থিতি থেকে সরে না এলে আমাদের সমর্থন হারাতে পারেন। ওদের ভোট তো পাবেনই না, আমাদের ভোটও হারাতে পারেন।’ সাম্প্রদায়িক শক্তির অপতত্পরতা বাংলার মানুষ কখনো মানবে না। সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মেলানোর পরিণতি কী হতে পারে তা বাঙালি জাতি বহুবার প্রত্যক্ষ করেছে বলে মন্তব্য করেন অপর বক্তারা।

সমাবেশে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক ড. জ্যোতিপ্রকাশ দত্ত, বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত পূরবী বসু, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, সেক্টরস কমান্ডার্স ফোরামের রাশেদ আহমেদ, রেজাউল বারি, চারণকবি বেলাল বেগ, উদীচীর নেতা সুব্রত বিশ্বাস, গণজাগরণ মঞ্চের নেতা মুজাহিদ আনসারী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির গোপাল সান্যাল, স্বীকৃতি বড়ুয়া প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর