মঙ্গলবার, ৩০ মে, ২০১৭ ০০:০০ টা
ঘূর্ণিঝড় ‘মোরা’

শ্রীলঙ্কায় নিহত ২ শতাধিক

প্রতিদিন ডেস্ক

ঘূর্ণিঝড় ‘মোরা’ বাংলাদেশের দিকে এগিয়ে আসার আগে শ্রীলঙ্কায় অন্তত ২০১ জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। ভারি বর্ষণে শ্রীলঙ্কার বিভিন্ন এলাকায় বাড়ি-ঘরের ছাদ পর্যন্ত পানি উঠে গেছে। দেশটির অন্তত ৫ লাখ মানুষ ঘর-বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। রয়টার্স বলছে, ঘূর্ণিঝড়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ত্রিপুরা, মিজোরাম, মনিপুর, নাগাল্যান্ড, ও অরুণাচল প্রদেশেও আঘাত হানতে পারে।

এদিকে ঘূর্ণিঝড় ‘মোরা’ উপকূলের দিকে সরে আসায় চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর ও এসব এলাকার পাশ্ববর্তী দ্বীপগুলোতে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর