বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭ ০০:০০ টা
চিকিৎসাধীন ছাত্রকে হাতকড়া

আশুলিয়ার ওসিসহ চার পুলিশকে তলব

নিজস্ব প্রতিবেদক

সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী আহত এক শিক্ষার্থীকে চিকিৎসাধীন অবস্থায় হাতকড়া পরানোর ঘটনার ব্যাখ্যা দিতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আবারও তলব করেছে হাই কোর্ট। হাসপাতালে দায়িত্ব পালনকারী পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই) ও দুজন কনস্টেবলসহ ওসিকে ৫ জুন আদালতে হাজির হতে বলা হয়েছে। গতকাল বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতের আদেশে গতকাল হাই কোর্টে হাজির হন আশুলিয়ার ওসি মোহসিনুল কাদির। তিনি আইনজীবীর মাধ্যমে আদালতকে জানান, ঘটনার সময় তিনি ওই জায়গায় দায়িত্বে ছিলেন না। মেডিকেল সেন্টারে তখন একজন উপ-পরিদর্শক (এসআই) ও দুজন কনস্টেবল দায়িত্ব পালন করছিলেন। আদালতে ওসির পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল মতিন খসরু। ২৬ মে ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী নাজমুল হাসান রানা ও মাইক্রোবায়োলজি বিভাগের ছাত্র আরাফাত নিহত হন। এ ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত বিচারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। আহত এক শিক্ষার্থীকে নিয়ে ২৯ মে একটি ইংরেজি দৈনিকে ‘হ্যান্ডকাফড টু হসপিটাল বেড’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, সরকার ও রাজনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী নাজমুল হোসেন আহত হওয়ার পর তার বন্ধুরা তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করে।

কিন্তু পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করায়, যেখানে হাসপাতালের বেডের সঙ্গে তার এক হাতে হ্যান্ডকাফ পরানো হয়েছে। খাওয়ার সময় হ্যান্ডকাফ খুলে দিতে অনুরোধ করলেও পুলিশ তা খোলেনি।

সর্বশেষ খবর