বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭ ০০:০০ টা

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি ক্যাবের

নিজস্ব প্রতিবেদক

রমজান মাসে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে সংগঠনটির সভাপতি ও দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান এ দাবি করেন। এ সময় তার পাশে ক্যাবের সেক্রেটারি অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঞা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে গোলাম রহমান বলেন, মোটা চালের দাম বৃদ্ধির ফলে খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে চলছে নানা ধরনের কারসাজি। এসব করছে ৮-৯ জন আমদানিকারক। এ ছাড়া বিদ্যুৎ, গ্যাস ও পানির সংকটের পাশাপাশি দামও বেড়েছে। সব কিছু সহনীয় পর্যায়ে রাখতে বিএসটিআই, ভোক্তা অধিকার, জেলা প্রশাসন ও মোবাইল কোর্টের মাধ্যমে মনিটরিং বাড়াতে হবে।

সর্বশেষ খবর