শুক্রবার, ২ জুন, ২০১৭ ০০:০০ টা

রাশিয়ার কাছে জিএসপি সুবিধা চাইলেন বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাশিয়ার কাছে জিএসপি সুবিধা চেয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রাশিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, চিংড়ি, চামড়া ও পাট পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। বাংলাদেশ এগুলো স্বল্পমূল্যে রাশিয়ার বাজারে রপ্তানি করতে সক্ষম। এ জন্য বাণিজ্য বাধা দূর করা একান্ত প্রয়োজন। মন্ত্রী বলেন, রাশিয়ায় রপ্তানি বাণিজ্য বৃদ্ধির উদ্দেশে রাশিয়া, বেলারুশ ও কাজাখস্তানের সমন্বয়ে গঠিত কাস্টম ইউনিয়নের কাছে জিএসপি বা শুল্কমুক্ত সুবিধা প্রাপ্তির জন্য বাংলাদেশের রপ্তানিযোগ্য ৭১টি ট্যারিফ লাইনের পণ্যের তালিকা প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ খবর