রবিবার, ৪ জুন, ২০১৭ ০০:০০ টা
ভারতীয় ট্রাকচালক নিখোঁজ

বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল স্থলবন্দরে এক ভারতীয় ট্রাকচালক নিখোঁজ হওয়ায় ভারত-বাংলাদেশের মধ্যে গতকাল দুপুর থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।

দুই দেশের বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন বন্দর এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও নিখোঁজ ট্রাকচালকের সন্ধান পায়নি। ফলে দুপুর ২টায় ভারতীয় ব্যবসায়ী সংগঠনের নেতারা বেনাপোল চেকপোস্টে পণ্য প্রবেশের গেট বন্ধ করে দেন। এ ব্যাপারে পেট্রাপোল বন্দরের সি অ্যান্ড এফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ‘ভারতীয় এক ট্রাকচালককে বেনাপোল বন্দরের শ্রমিকরা মেরে ট্রাকের মধ্যে রেখে দিয়েছে বলে ভারতীয় ট্রাকের এক হেলপার দাবি করেন। এ খবরের ওপর ভিত্তি করে ভারতীয় ব্যবসায়ীরা দুই দেশেরে মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ করে দেন। পরে আমরা বেনাপোল বন্দরে গিয়ে বিভিন্ন স্থানে তল্লাশি করেছি। কিন্তু ট্রাকচালকের কোনো খোঁজ পাইনি। এমনকি অভিযোগকারী হেলপারেরও কোনো খোঁজ পাওয়া যায়নি।’ বেনাপোল পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক মফিজুর রহমান জানান, খবর শুনে তারা বন্দরে রয়েছেন। কিন্তু সঠিকভাবে কোনো অভিযোগকারীকে না পাওয়ায় সমস্যা হচ্ছে। তবে খোঁজ অব্যাহত রয়েছে।

 কিন্তু নিখোঁজ ট্রাকচালক ও অভিযোগকারী হেলপারের নাম-ঠিকানা কেউ বলতে পারছেন না।

সর্বশেষ খবর