সোমবার, ৫ জুন, ২০১৭ ০০:০০ টা

সংসদের মুলতবি বাজেট অধিবেশন বসছে আজ

নিজস্ব প্রতিবেদক

টানা তিন দিন বিরতির পর আজ সকাল সাড়ে ১০টায় বসছে জাতীয় সংসদের মুলতবি বাজেট অধিবেশন। আজ থেকে শুরু হবে ২০১৬-১৭ অর্থ বছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনা। আগামীকাল সম্পূরক বাজেট পাস হওয়ার কথা রয়েছে। আগামী বুধবার থেকে শুরু হবে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা। যা পাস হবে ২৯ জুন। দশম জাতীয় সংসদে বাজেট অধিবেশন ২৮ মে শুরু হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ও অর্থবিল সংসদে উত্থাপন করেন। এরপর সোমবার পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর