সোমবার, ৫ জুন, ২০১৭ ০০:০০ টা

উৎক্ষেপণ হলো বাংলাদেশের ন্যানো স্যাটেলাইট

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রথমবারের মতো ন্যানো স্যাটেলাইট ‘ব্র্যাক অন্বেষা’ উৎক্ষেপণ করল ব্র্যাক ইউনিভার্সিটি। গতকাল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেনেডি স্পেস সেন্টার থেকে এটি উেক্ষপণ করা হয়। ন্যানো স্যাটেলাইট ‘ব্র্যাক অন্বেষা’কে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্পেসএক্স ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে উৎক্ষেপণ করা হয়। এই স্যাটেলাইট শিক্ষার্থীদের পড়াশোনা সহায়ক তথ্য এবং ছবি সরবরাহ করবে। এ ছাড়া এই স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশবিষয়ক গবেষণায় এগিয়ে যাবে দেশ। এই ন্যানো স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ রক্ষায় বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাস ভবনের ছাদে বসানো হয়েছে গ্রাউন্ড স্টেশন। ন্যানো স্যাটেলাইটটি তৈরির ৩ কারিগর রায়হানা শামস্ ইসলাম, আবদুল্লাহ হিল কাফি ও মাইসুন ইবনে মনোয়ার। তিনজনই ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল (ইইই) বিষয়ে স্নাতক ডিগ্রি নিয়েছেন। নানা বিষয়ে গবেষণার জন্য উচ্চমানের ছবি তুলে পাঠাবে এই স্যাটেলাইটটি। মহাকাশসংক্রান্ত বিষয় নিয়ে গবেষণা ও পর্যবেক্ষণ করা হবে এর অন্যতম কাজ। ব্র্যাক ইউনিভার্সিটির গবেষকরা তাদের গবেষণা ও শিক্ষাদান কার্যক্রমে এসব তথ্য-উপাত্ত ব্যবহার করবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর