সোমবার, ৫ জুন, ২০১৭ ০০:০০ টা

ভুয়া ডিবি, প্রতারক ও অজ্ঞান পার্টির ১৬ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক অভিযানে ভুয়া ডিবি, প্রতারক ও অজ্ঞান পার্টির ১৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এদের মধ্যে- তিনজন ভুয়া ডিবি, দুজন প্রতারক ও ১১ জন অজ্ঞান পার্টির সদস্য রয়েছে। ডিএমপির ডিসি (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, শনিবার রাতে গুলশানের ডিসিসি মার্কেট থেকে জালিয়াত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন— মনিরুল ইসলাম ও আল-আমিন। এ সময় তাদের কাছ থেকে পুলিশ ক্লিয়ারেন্স ফর্ম, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও এলজিইডির ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন সরকারি অফিসের সিল মোহর, ম্যারেজ সার্টিফিকেট তৈরির কাগজপত্র, কম্পিউটারের সিপিইউ, প্রিন্টার, মনিটর ও প্রতারণার কাজে ব্যবহূত অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়। শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ডিবি পরিচয় দেওয়া তিন প্রতারককে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন— মনিরুজ্জামান উজ্জল, জাকির হোসেন ও লাবলু। তাদের কাছ থেকে ওয়াকিটকি, ডিবি পুলিশের জ্যাকেট ও হ্যান্ডকাফ উদ্ধার করা হয়। তারা মানুষকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়াসহ ছিনতাই কাজেও জড়িত ছিল।

সর্বশেষ খবর