সোমবার, ৫ জুন, ২০১৭ ০০:০০ টা

ঢাবির পাঁচ ছাত্রলীগ নেতা-কর্মীকে বহিষ্কার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় পাঁচ ছাত্রলীগ নেতা-কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে। বহিষ্কৃতরা হলেন- ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি ও ভাষাবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র আরিফুল ইসলাম আরিফ, একই বিভাগের দ্বিতীয় বর্ষের কাজী তানভীর আহমেদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের সামচিতা ব্রীজ প্রান্ত, আইন বিভাগের তৃতীয় বর্ষের আহসান হাবিব সজীব এবং ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের আবু ইউনুস। এরা সবাই বিজয় একাত্তর হলের আবাসিক ছাত্র। এর আগে এই ঘটনায় এই পাঁচজনসহ আটজনকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। প্রক্টর জানান, হলের সিসি টিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শী সূত্রে মারধরের ঘটনার প্রমাণ পাওয়া গেছে। এই ঘটনায় পাঁচজনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মৌখিকভাবে এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন। লিখিতভাবে বহিষ্কারের কিছু প্রক্রিয়া এখনো বাকি আছে। 

সর্বশেষ খবর