মঙ্গলবার, ৬ জুন, ২০১৭ ০০:০০ টা

১৮ বছর পর ধরা পড়ল পলাতক আসামি

পিরোজপুর প্রতিনিধি

১৮ বছর পলাতক থাকার পর পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম জাহাঙ্গীর খলিফা (৪৫)। তাকে পৃথক দুই মামলায় ২০ বছরের কারাদণ্ড দেয় আদালত। মামলার পর থেকেই পলাতক ছিলেন তিনি। জানা গেছে, গতকাল দুপুরে উপজেলার উমেদপুর গ্রামে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় জাহাঙ্গীর খলিফাকে। ইন্দুরকানি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাইমিনুল ইসলাম জানান, ১৯৯৯ সালে জাহাঙ্গীর খলিফার নামে ইন্দুরকানি থানায় ডাকাতি ও অস্ত্র আইনে দুটি মামলা হয়। ২০০১ সালে পিরোজপুর দ্বিতীয় জেলা জজ আদালত জাহাঙ্গীরকে ডাকাতি মামলায় ১৩ বছর ও ২০০২ সালে অস্ত্র মামলায় ৭ বছর কারাদণ্ড দেয়। মামলার পর থেকে জাহাঙ্গীর পলাতক ছিলেন। ১৮ বছর পলাতক থাকার পর সমপ্রতি তিনি বাড়ি আসেন। গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে বাড়ি থেকে গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর