শিরোনাম
মঙ্গলবার, ৬ জুন, ২০১৭ ০০:০০ টা

রামপুরা ব্রিজ-ডেমরা আমুলিয়া ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

ঢাকার রামপুরা ব্রিজ থেকে বনশ্রী হয়ে ডেমরার আমুলিয়া পর্যন্ত রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচলের ক্ষেত্রে তিন মাসের নিষেধাজ্ঞা জারি করেছে হাই কোর্ট।

একই সঙ্গে ওই রাস্তা দিয়ে ভারী যান চলাচলে বাধা না দেওয়ায় এবং রাস্তাটি ধ্বংসের হাত থেকে রক্ষা করতে বিবাদীদের নিষ্ক্রীয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং বিচারপতি এ কে এম জাহিরুল হকের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি, রামপুরা থানার ওসিসহ ১১ জনকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালত সূত্র জানায়, বনশ্রীর বাসিন্দা এ এফ এম কামরুল হাসান খান পাঠান হাই কোর্টে এ রিট করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী গোলাম সারোয়ার পায়েল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়। গত ২৫ মে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এই রিট আবেদন করা হয়। সেখানে বলা হয়, হালকা যানবাহন চলাচলের জন্য রাজধানীর রামপুরা ব্রিজ থেকে বনশ্রীর পাশ দিয়ে চলে যাওয়া রামপুরা-ডেমরা-আমুলিয়া সড়কটি মাত্র কয়েক বছর আগে নির্মাণ করা হয়। ওই রাস্তায় সর্বোচ্চ ৫ টনের যানবাহন চলাচলের নির্দেশনা থাকলেও কর্তৃপক্ষের অবহেলা ও তদারকির অভাবে ৩০-৪০ টনের লরি-ট্রেইলরও সেখানে চলছে। এতে রাস্তাটি নির্মাণের এক বছরের মধ্যেই বিভিন্ন স্থানে ভেঙে গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর