বুধবার, ৭ জুন, ২০১৭ ০০:০০ টা

নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রমনায় নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন— জাহাঙ্গীর হোসেন (২৫), সায়েম (১৭) ও জয়নুল (১৮)। তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বেইলি রোডে নির্মাণাধীন একটি বহুতল ভবনে জাহাঙ্গীর, সায়েম ও জয়নুল কাজ করছিলেন। ভবনের ১০তালায় লিফটের সাটারিং এর কাজ করার সময় মাচা ভেঙে ওই তিন শ্রমিক নিচে পড়ে যান। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। জয়নুলের বাবার নাম ইদ্রিস আলী এবং সায়েমের বাবার নাম নাজিম। এদিকে, সোমবার রাতে খিলক্ষেতের নিকুঞ্জ-২ এর টানপাড়া এলাকার ক-৬১/৪ নম্বর বাড়ি থেকে শিশু স্মৃতি আক্তারের (১১) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তার বাবা মো. ইব্রাহীম ও মা বীথি বেগম। পরিবারের বরাত দিয়ে খিলক্ষেত থানার এসআই ফরিদুল আলম জানান, মেয়েটি অভিমানী ছিল। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

সর্বশেষ খবর