বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭ ০০:০০ টা

প্রস্তাবিত অর্থবিলে আয়করের আশানুরূপ প্রতিফলন নেই

—ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন

নিজস্ব প্রতিবেদক

প্রস্তাবিত অর্থবিলে সব পক্ষের মতামত যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। ফলে এতে আয়করের জন্য আশানুরূপ কোনো প্রতিফলন ঘটেনি। এ ছাড়া প্রস্তাবিত অর্থ আইনের ৯৩ ধারায় যে পরিবর্তন আনা হয়েছে, তাতে করদাতাদের আরও হয়রানি বাড়বে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন। লিখিত সংগঠনটির মহাসচিব এমএ গফুর মজুমদার বলেন, অর্থমন্ত্রী একাধিকবার বলেছিলেন করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি করবেন, কিন্তু তা করেননি। এখন একজন ব্যক্তির প্রায় ২১ হাজার টাকা মাসিক আয় থাকলে তাকে আয়কর দিতে হয়। যে বাজার পরিস্থিতি তাতে এ আয় দিয়ে সংসারই ঠিকমতো চালানো যায় না। তিনি বলেন, সারা দেশে ২৫ শতাংশ আয়কর মামলা আইনজীবীরা পরিচালনা করেন। আর ৭৫ শতাংশ পরিচালনা করা হয় অদৃশ্য মানব দ্বারা। ফলে সরকার প্রায় ৫০ শতাংশ আয়কর থেকে বঞ্চিত হচ্ছে। এ সময় আরও উপস্থিত ছিলেন ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল হুদা।

সর্বশেষ খবর