শুক্রবার, ৯ জুন, ২০১৭ ০০:০০ টা

আপনের তিন মালিকের বিরুদ্ধে পাঁচ মামলা

প্রতিদিন ডেস্ক

আপন জুয়েলার্সের তিন মালিকের বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগে পাঁচটি মামলা করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এর মধ্যে মালিক দিলদার আহমেদের নামে তিনটি, গুলজার আহমেদ ও আজাদ আহমেদের নামে একটি করে মামলা হয়েছে।

গত রাতে ঢাকা কাস্টমস হাউসে শুল্ক ফাঁকির অপরাধে এসব মামলা করা হয় বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক ড. মইনুল খান। খবর বাংলানিউজের।

তিনি জানান, গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে আপন জুয়েলার্সের মালিকদের বিরুদ্ধে মামলার অনুমতি চাওয়া হয়। অনুমতি পাওয়ায় কর ফাঁকির দায়ে তাদের বিরুদ্ধে এ মামলাগুলো করা হয়েছে।

মইনুল খান আরও জানান, মামলাগুলো পরিচালনা করবেন ঢাকা কাস্টমস হাউসের কমিশনার। এ ছাড়া আপনের পাঁচটি শোরুম থেকে ১৫.১৩ মণ সোনা ও ডায়মন্ড আটকের পরিপ্রেক্ষিতে ক্রিমিনাল মামলারও প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর