রবিবার, ১১ জুন, ২০১৭ ০০:০০ টা

দেশের ভবিষ্যৎ কোন দিকে : পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, সম্প্রতি অর্থমন্ত্রীর দেওয়া বাজেট পর্যালোচনা করলে পরিলক্ষিত হয়, বিশাল বাজেটের ঘাটতি মেটাতে সরকার বিপুল পরিমাণে ঋণ নিচ্ছে। যে ঋণের বোঝা এ মুহূর্তে যে শিশুটি জন্মগ্রহণ করবে তারও বহন করতে হবে। পরিসংখ্যানে বর্তমানে পুরো দেশের মানুষের ওপর ৬ লাখ ৫৯ হাজার ৩৯০ কোটি টাকা ঋণ রয়েছে। যা সদ্য জন্ম হওয়া শিশুটিরও মাথাপিছু ঋণ দাঁড়াবে ৪০ হাজার টাকা। এত টাকা মাথাপিছু ঋণ করে যদি সরকারের কর্মকাণ্ড চলতে থাকে তা হলে দেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? গতকাল বরিশালের চরমোনাইতে ওলামা-মাশায়েখ ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ইফতার-পূর্ব এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে পীর চরমোনাই এ কথা বলেন। এতে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, ডা. মোখতার হোসাইন প্রমুখ।

 মাওলানা জাকারিয়া আল হামিদী, মাওলানা ছগির হোসাইন, মাওলানা নিজামউদ্দীন ও মাওলানা গাজী জাফর ইমাম প্রমুখ।

পীর চরমোনাই বলেন, অর্থমন্ত্রী বড় বাজেট দিয়েছেন কিন্তু বড় আয়ের খাত দেখাতে পারেননি। যার কারণে বাজেটের ঘাটতি মেটাতে ঋণের ভরসা বাড়িয়েছেন। যে ঋণের সুদ মেটাতেই মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে। রিপোর্টে এসেছে, ২০১৭-১৮ অর্থবছরে সুদ পরিশোধে যত টাকা বরাদ্দ রাখা হয়েছে, তা দিয়ে পদ্মা সেতুর মতো একটি বড় সেতু নির্মাণ করার পরেও টাকা মজুত থাকবে। এতে করে আগামীতে মাথাপিছু ঋণ অনেক বাড়বে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর