সোমবার, ১২ জুন, ২০১৭ ০০:০০ টা

নতুন প্রজন্মকে প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে হবে

—শিক্ষামন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার শিক্ষার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। একটি যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন করে বাস্তবায়ন করা হচ্ছে। শুধু জ্ঞান অর্জন করলেই হবে না। নতুন প্রজন্মকে আধুনিক বিশ্বমানের শিক্ষায় প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে হবে। এবার প্রথম ৫টি নৃ-গোষ্ঠীর নিজস্ব ভাষায় রচিত পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। গতকাল সন্ধ্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর মাঝেরগাঁও গ্রামে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সুজিত কুমার সিংহের সভাপতিত্বে অতিথি ছিলেন ভারতের হাই কমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রিংলা।

বিশেষ অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আবদুস শহীদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর এ কে এম গোলাম কিবরিয়া, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, এলজিইডির সিসিটিএফের প্রকল্প পরিচালক কাজী মিজানুর রহমান, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, মণিপুরী সমাজ কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ। স্বাগত বক্তব্য রাখেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজকান্ত সিংহ। অনুষ্ঠানে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী বলেন, পশ্চাত্পদ এ অঞ্চলে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা স্কুল অ্যান্ড কলেজ হবে আলোর দিশারী। ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রিংলা বেশ কিছু পাঠ্যপুস্তক বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের কাছে প্রদান করেন। তিনি এলাকার উন্নয়নে প্রধান বিচারপতির ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে কমলগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে ঝরে পড়া রোধ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ৮০ জন ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ করেন শিক্ষামন্ত্রী।

সর্বশেষ খবর