মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭ ০০:০০ টা

ঘোষিত বাজেটে দুর্নীতি বাড়বে : পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই বলেছেন, অর্থমন্ত্রী বড় বাজেট দিয়েছেন, কিন্তু বড় আয়ের খাত দেখাতে পারেননি। যার কারণে বাজেটের ঘাটতি মেটাতে ঋণের ভরসা বাড়িয়েছেন। যে ঋণের সুদ মেটাতেই মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে। ঘোষিত বাজেটে দেশে দুর্নীতি আরও বাড়বে, যা দেশের জন্য কল্যাণকর নয়। গতকাল রাজধানীর পুরানা পল্টনের আইএবি কমপ্লেক্স মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিল-পূর্ব আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এ টি এম হেমায়েত উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মাওলানা ঈসা শাহেদী, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী ও আল্লামা নুরুল হুদা ফয়েজী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, সাবেক এমপি মেজর জেনারেল (অব.) আখতারুজ্জামান প্রমুখ

ঘোষিত বাজেট সংশোধন করে বাস্তবসম্মত বাজেট পুনঃ ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতিকে পৌত্তলিকতায় ফিরিয়ে নিতেই গ্রিক দেবীর মূর্তি অপসারণের পর পুনঃস্থাপন করে মুসলমানদের সঙ্গে চরম তামাশা করা হয়েছে। ইসলামবিরোধী গ্রিক দেবীর মূর্তি এ দেশে থাকতে পারে না। ঈদের আগেই সরাতে হবে। অন্যথায় ঈদের পর ইমানদার জনতা রাজপথে নেমে আসতে বাধ্য হবে।

সর্বশেষ খবর