বুধবার, ১৪ জুন, ২০১৭ ০০:০০ টা
শিমুল হত্যা মামলা

২৫ আসামির বিরুদ্ধে পরোয়ানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

শাহজাদপুরের সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশিট বিষয়ে শুনানি শেষে আদালতে গৃহীত হয়েছে। নিহত শিমুলের স্ত্রী মামলার বাদী নুরুন্নাহার বেগমের চার্জশিটে কোনো আপত্তি না থাকায় বিচারক হাসিবুল হক তা গ্রহণ করে নথিভুক্ত করেন। একই সঙ্গে পলাতক ২৫ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। পরবর্তী শুনানির জন্য ১০ জুলাই দিন ধার্য করে আদালত। এ সময় জামিনে থাকা তিন আসামি মেয়র মিরুর ভাই মিন্টু, আলমগীর ও দুলাল আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কাশেম জানান, গতকাল বেলা ১২টার দিকে শুনানি শুরু হয়। শুনানি শেষে বিচারক চার্জশিট নথিভুক্তির নির্দেশ দেন। এ সময় বাদী নুরুন্নাহার বেগম মামলাটি দ্রুত বিচার আইনে স্থানান্তরের দাবি জানান। প্রসঙ্গত, ২ ফেব্রুয়ারি শাহজাদপুরে দুই পক্ষের সংঘর্ষের সময় শাহজাদপুরের পৌর মেয়র হালিমুল হক মিরুর শটগানের গুলিতে সাংবাদিক শিমুল গুরুতর আহত হন। পরদিন ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ২ মে তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ৩৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলায় মেয়র মিরু কারাগারে রয়েছেন।

সর্বশেষ খবর