বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭ ০০:০০ টা

ভ্যাটে চাপা পড়েছে বাজেটের ইতিবাচক দিক : তরীকত

নিজস্ব প্রতিবেদক

১৫ শতাংশ ভ্যাট বিতর্ক আর ব্যাংক হিসাবের লেনদেনে আবগারি শুল্ক বৃদ্ধির আলোচনায় প্রস্তাবিত বাজেটের ইতিবাচক দিকগুলো চাপা পড়ে গেছে। এ মন্তব্য করেছেন বাংলাদেশ তরীকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল এমপি। তিনি বলেন, দারিদ্র্য বিমোচনের জন্য ৫৪ দশমিক ১৭ শতাংশ, জেন্ডার সমতায় ২৮ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য পৃথক বরাদ্দ রাখা হয়েছে। শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। গতকাল কলাবাগানে সংগঠনের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এম এ আউয়াল বলেন, শিক্ষা খাতের সম্প্রসারণে ১২০টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৮৫টি বেসরকারি কলেজকে সরকারিকরণের ঘোষণা দেওয়া হয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অর্থনীতির মূলধারায় আনতে সামাজিক নিরাপত্তা খাতের সুবিধাভোগীদের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ভাতার পরিমাণও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের বছরে দুটি উৎসব ভাতা ও উন্নত আবাসনের লক্ষ্যে ১০ হাজার ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার।

সর্বশেষ খবর