বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭ ০০:০০ টা

দলীয় এমপি সেলিমকে আলটিমেটাম এরশাদের

নিজস্ব প্রতিবেদক

দলীয় এমপি সেলিম উদ্দিনকে দলের প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা আগামী ১৮ জুনের মধ্যে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। অন্যথায় তার (সেলিম) বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সাবেক এ রাষ্ট্রপতি। গত সোমবার এইচ এম এরশাদের ব্যক্তিগত প্যাডে সেলিম উদ্দিন এমপিকে লেখা এক চিঠিতে এ আলটিমেটাম দেন এরশাদ।

এরশাদ চিঠিতে সেলিম উদ্দিনকে উদ্দেশ করে বলেন, আপনি তথ্যপ্রযুক্তি আইনে দলের প্রেসিডিয়াম সদস্য তাজ রহমানের বিরুদ্ধে মামলা করায় আপনাকে ইতিপূর্বে কারণ দর্শাও নোটিশ জারি করলে আপনি তার কারণ ব্যাখ্যা না করে উল্টো তাজ রহমানের বিরুদ্ধে দোষারোপ করেন। পরে আপনার জবাবের পরিপ্রেক্ষিতে তাজ রহমানকেও শোকজ করা হয়। পরে আপনাদের দুজনের শোকজের জবাব যাচাই-বাছাই করা হয়। আপনি (সেলিম) শুধুমাত্র ফেসবুকের সূত্র ধরে যে অভিযোগ করেছেন তা গ্রহণযোগ্য নয়। আপনি পত্রিকার উদ্ধৃতি দিয়ে তাজ রহমানের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা তাজ অস্বীকার করেছেন। পত্রিকায় প্রকাশিত উদ্ধৃতি অস্বীকার করলে তা প্রমাণের দায়িত্ব সংশ্লিষ্ট পত্রিকার। এরশাদ চিঠিতে আরও উল্লেখ করেন, আপনি আমাকে বা দলীয় ফোরামের কারও সঙ্গে কোনো রকম পরামর্শ ছাড়াই দলের প্রেসিডিয়াম সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন। তার জবাব চেয়েছিলাম। আপনি (সেলিম) তার কোনো সদুত্তর দেননি। তারপরও আমি তাজ রহমানকে শোকজ করেছি। যেহেতু তাজের বিরুদ্ধে আমি কোনো দোষের প্রমাণ পাইনি, তাই আপনাকে আগামী ১৮ জুনের মধ্যে তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করার জন্য নির্দেশ দেওয়া হলো। অন্যথায়, আপনার বিরুদ্ধে দলের চেয়ারম্যান হিসেবে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাধ্য হব।

সর্বশেষ খবর