শনিবার, ১৭ জুন, ২০১৭ ০০:০০ টা

শিক্ষাক্ষেত্রে সাধারণ মান নির্ধারণের আহ্বান শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

কমনওয়েলথভুক্ত দেশগুলোকে শিক্ষাক্ষেত্রে একটি সাধারণ মান (স্ট্যান্ডার্ড) নির্ধারণের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত কমনওয়েলথ অব লার্নিং (সিওএল)-এর ৩৪তম বোর্ড অব গভর্নরস সভায় বক্তব্য প্রদানকালে এ আহ্বান জানান মন্ত্রী। বোর্ড অব গভর্নরসের নতুন সদস্য হিসেবে বাংলাদেশের শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাক্ষেত্রে সাম্প্রতিক উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরেন। শিক্ষক, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ধারণাসমূহ বিনিময়ের জন্য তিনি কমনওয়েলথ দেশগুলোর প্রতি আহবান জানান।

সভায় বোর্ডের নতুন সদস্যদের অরিয়েন্টেশন, অডিট ও পারফরমেন্স কমিটি এবং প্রতিযোগিতামূলক ঝুঁকি কৌশল নিয়ে আলোচনা হয়।

১৯৮৮ সালে সিওএল প্রতিষ্ঠার পর বাংলাদেশের শিক্ষামন্ত্রী নাহিদ প্রথমবারের মতো এ বোর্ডের সদস্য নির্বাচিত হন।

সিওএল কমনওয়েলথ রাষ্ট্রসমূহের একটি আন্তর্জাতিক সংস্থা, যা সদস্য দেশগুলোর মধ্যে দূরশিক্ষণ পদ্ধতি ও আইসিটি প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে শিক্ষণের সুযোগ সৃষ্টি ও বিস্তারে কাজ করে থাকে।

সর্বশেষ খবর