রবিবার, ১৮ জুন, ২০১৭ ০০:০০ টা

মেলায় ১৩০ ফলের সমাহার

নিজস্ব প্রতিবেদক

মেলায় ১৩০ ফলের সমাহার

গেট দিয়ে ঢুকতেই চোখে পড়ে বাতাবি লেবুর গাছ, এরপর সফেদা, পাশেই রাখা চালতা গাছ। একটু এগিয়ে গেলেই প্লেটে সাজানো বিভিন্ন রকমের ফল। আর ফল মেলার ভিতরে গেলেই তো চক্ষু চড়ক গাছ। ফল দিয়ে তৈরি করা হয়েছে পিরামিড। সবচেয়ে উপরে দেওয়া ছড়াসহ খেজুর, আনারস উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এরপর তাল, পরের স্তরে বাতাবি লেবু আর পেয়ারা, এরপর মোটা করে ছড়িয়ে দেওয়া হয়েছে জামরুল, তার নিচে দেওয়া হয়েছে বিভিন্ন রকমের আম। আর পিরামিড়ের গোড়ায় দেওয়া হয়েছে বিভিন্ন জাতের কলা এবং কাঁঠাল। গতকাল খামারবাড়ি আ. কা. মু. গিয়াস উদ্দীন মিলকী অডিটোরিয়ামে আয়োজিত ফল মেলার দ্বিতীয় দিনে দেখা মিলে ১৩০ ধরনের ফলের। এই ফল শুধু দেখা বা জানার জন্য নয় চাইলে কেনাও যাবে। দেশি-বিদেশি ফলের সঙ্গে দেওয়া আছে এর পুষ্টি গুণ এবং উপাদানসমূহ। বিভিন্ন এলাকা থেকে নিয়ে আসা হয়েছে বিভিন্ন রকমের দেশি ফল। আর বিদেশি ফলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে রয়েছে থাই, চাইনিজসহ বিভিন্ন দেশে জন্ম নেওয়া ফল।

সর্বশেষ খবর