রবিবার, ১৮ জুন, ২০১৭ ০০:০০ টা

জনগণের জন্য কাজ না করে তারা শুধু সমালোচনা করেন

ওবায়দুল কাদের

ফেনী প্রতিনিধি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছেন, উনি কি কোথাও গেছেন? উপকূলে গেছেন? হাওরে গেছেন? পাহাড়ে গেছেন? জনগণের পাশে দাঁড়িয়েছেন? তিনি কোথাও যাননি। তিনি জনগণের পাশে না দাঁড়িয়ে বা তাঁদের জন্য কাজ না করে শুধু সরকারের সমালোচনা করেন। ওবায়দুল কাদের গতকাল বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে দেশের প্রথম ছয় লেনের ফ্লাইওভারের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। তিনি পাহাড়ের ভারসাম্য নষ্ট হওয়ার বিষয়ে বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় পাহাড়ে চার লাখ লোককে পুনর্বাসন করেছিল। এতে করেই পাহাড়ের ভারসাম্য নষ্ট হওয়া শুরু হয়। তাদের কারণেই আজ পাহাড়ের এ অবস্থা। মন্ত্রী আরও বলেন, পাহাড় থেকে সব বসতি সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। যত প্রভাবশালী হোক না কেন কারও কোনো বাধাই মানা হবে না। তিনি জানান, আগামী চার দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়ক স্বাভাবিক হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত বান্দরবন-চট্টগ্রাম সড়কের মেরামত কাজও চলছে। ফ্লাইওভারের কাজ পরিদর্শনের সময় সহকারী প্রকল্প পরিচালক কর্নেল জামিউল ইসলাম, প্রকল্প কর্মকর্তা মেজর ফয়সাল চৌধুরী, জেলা প্রশাসক মনোজ কুমার, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) উক্ক সিং প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর