সোমবার, ১৯ জুন, ২০১৭ ০০:০০ টা

ওষুধের ভেজাল রোধে কঠোর শাস্তির বিধান আসছে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ওষুধের ভেজাল ও অনিয়ম প্রতিরোধের লক্ষ্যে কঠোর শাস্তির বিধান রেখে বিদ্যমান আইনের সংশোধন করা হচ্ছে। প্রস্তাবিত আইনটি এখন আইন মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বাজেট অধিবেশনে গতকাল টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। নাসিম বলেন, দেশে লাইসেন্সবিহীন ও লাইসেন্সের শর্ত ভঙ্গকারী ফার্মেসি এবং নকল, ভেজাল, মিসব্র্যান্ডেড, মেয়াদোত্তীর্ণ, আন-রেজিস্টার্ড ও অবৈধ ওষুধ উৎপাদন এবং বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে আসছে সরকার। এ ছাড়া জনগণকে মানসম্মত ওষুধ কেনার পাশাপাশি ওষুধের ব্যবহারবিধি সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার জন্য সরকার ইতিমধ্যে ঢাকাসহ সারা দেশে ১৭৫টি ফার্মেসিকে মডেল ফার্মেসির অনুমোদন দিয়েছে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সহায়তায় জনগণ ওষুধের ভেজাল, নকল ও বিরূপ প্রতিক্রিয়া বিষয়ে সরাসরি অভিযোগ দ্রুত দাখিল করতে পারবে।

মাতৃমৃত্যুর হার লাখে ১৭০-এ নেমে এসেছে : জাতীয় পার্টির মোহাম্মদ আবদুল মুনিম চৌধুরীর প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, স্বাস্থ্যসেবা খাতে বাংলাদেশ জাতিসংঘের এমডিজি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। এ সফলতার ধারাবাহিকতা বজায় রাখতে এমডিজি-৫-এর লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্মক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। এমডিজি-৫ হলো মাতৃমৃত্যুহার কমিয়ে আনা। অর্থাৎ প্রতি এক লাখ জীবিত শিশুর জন্মের জন্য মাতৃমৃত্যুহার ৫৭৪ থেকে পর্যায়ক্রমে তিন-চতুর্থাংশ বা ১৪৩-এ কমিয়ে আনা। মাতৃমৃত্যুহার ইতিমধ্যে লাখে ১৭০-এ নেমে এসেছে। মন্ত্রী বলেন, এমডিজি-৪ হলো শিশুমৃত্যুহার কমিয়ে আনা। নির্ধারিত সময়ের আগেই সরকারের গৃহীত পদক্ষেপের ফলে শিশুমৃত্যুহার কাঙ্ক্ষিত হারে কমিয়ে আনতে সক্ষম হয়েছে। স্বীকৃতি হিসেবে ২০১০ সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘ থেকে বাংলাদেশ পুরস্কৃত হয়েছে, যা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন। নাসিম বলেন, সম্প্রতি জাতিসংঘ ফাউন্ডেশন ফর মোবাইল হেল্প অ্যালায়েন্স কর্তৃক বিশ্বের ১১টি শ্রেষ্ঠ উদ্ভাবনের একটি হিসেবে বাংলাদেশের অ্যাপ স্বীকৃতি লাভ করেছে।

সর্বশেষ খবর