সোমবার, ১৯ জুন, ২০১৭ ০০:০০ টা

গ্যাসপাইপ বিস্ফোরণে দগ্ধ মা-মেয়ে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরের একটি বাসায় গ্যাসপাইপ লিকেজ হয়ে বিস্ফোরণে মা-মেয়ে দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- মা হনুফা বেগম (৪০) ও তার মেয়ে জেসমিন আক্তার (১৮)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে সেকশন-৭, রোড-৫ এ নম্বর রোডের ২১৯ নম্বর বাড়ির ৩য় তলায় এ ঘটনা ঘটে। ঢামেক বার্ণ ইউনিটের চিকিৎসকরা বলছেন, আগুনে হনুফার হাত, পা, মুখসহ শরীরের ১০ শতাংশ এবং জেসমিনের ১৮ শতাংশ পুড়ে গেছে। আহত হনুফার ভাতিজা শাহিন হোসেন জানিয়েছেন, সকালে মা-মেয়ে রান্না করছিল। এ সময় পাশের গ্যাসের চুলার পাইপ লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটে। এতে তারা দুজনেই দগ্ধ হন। দগ্ধ জেসমিন জানিয়েছেন, তাদের একই বাসার পাশের রুমে থাকে মেহেদি হাসান নামে এক বেলুন ব্যবসায়ী। কয়েক মাস ধরে সে ওই রান্না ঘরের চুলা থেকে পাইপ টেনে গ্যাস দিয়ে বেলুন ফুলানোর কাজ করে। সকালেও তিনি বেলুন ফুলানোর কাজ করছিলেন। এ সময় তিনি সিগারেটও খাচ্ছিলেন। মনে হয় গ্যাস পাইপ লিকেজ থাকায় তার সিগারেটের আগুনের মাধ্যমে বিস্ফোরণ হয়েছে।

সর্বশেষ খবর