সোমবার, ১৯ জুন, ২০১৭ ০০:০০ টা

রাগীব আলীর পত্রিকার ডিক্লারেশন বাতিল

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের আলোচিত শিল্পপতি রাগীব আলীর মালিকানাধীন দৈনিক সিলেটের ডাক পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়েছে। গতকাল সিলেট জেলা প্রশাসন পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করে। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী জানান, সিলেটের ডাক পত্রিকার প্রকাশক আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত। আইনত প্রকাশক সাজাপ্রাপ্ত হলে পত্রিকার ডিক্লারেশন বাতিল হয়ে যায়। এজন্য সিলেটের ডাক পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়েছে। ডিক্লারেশন বাতিলের বিষয়টি সিলেটের ডাক পত্রিকার কার্যালয়ে জানানো হয়েছে।

প্রসঙ্গত, সিলেটের ডাকের প্রকাশক ও সম্পাদকমণ্ডলীর সভাপতি রাগীব আলী সিলেটের তারাপুর চা বাগান দখল ও ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতিসহ তিনটি মামলায় ভিন্ন ভিন্ন মেয়াদে দণ্ডিত হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব থাকা রাগীব আলীর ছেলে আবদুল হাইও সিলেট কারাগারে দণ্ড ভোগ করছেন।

সর্বশেষ খবর