সোমবার, ১৯ জুন, ২০১৭ ০০:০০ টা

মারা গেছেন কলকাতার রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দ

কলকাতা প্রতিনিধি

না ফেরার দেশে চলে গেলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দ। গতকাল সন্ধ্যায় কলকাতার রামকৃষ্ণ সেবা সদন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। শনিবার থেকে হঠাৎ করেই তার অবস্থার অবনতি ঘটে। এরপর গতকাল বিকেলে তার প্রয়াণের কথা ঘোষণা করে মিশন কর্তৃপক্ষ। গত ২০১৫ এর ফেব্রুয়ারি থেকে প্রায় দুই বছর ধরে রামকৃষ্ণ মিশন সদন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আত্মস্থানন্দ। শারীরিক অবনতির কারণে তাকে ভেন্টিলেশনেও রাখা হয়। এই সন্ন্যাসীর চিকিৎসার জন্য গঠিত হয় ১৬ সদস্যের মেডিক্যাল বোর্ড। কিন্তু মৃত্যুর কাছে গতকাল হার মানল সবকিছুই। আত্মস্থানন্দের প্রয়াণের খবর আসতেই ভেঙে পড়েন তার হাজার হাজার ভক্ত। শেষ বারের মতো তাকে দেখতে অনেকেই হাজির হন হাসপাতালে। দুপুরের দিকেই তাকে দেখতে হাসপাতালে ?যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তার মৃত্যু সংবাদ পেয়ে ট্যুইটারে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।  তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। 

আত্মস্থানন্দ ১৯৩৮ সালে স্বামী বিজনানন্দজীর কাছে দীক্ষা নেন। এরপর ১৯৪১ সালের ৩ জানুয়ারি মাত্র ২২ বছর বয়সে বেলুড়ের রামকৃষ্ণ মিশন ও মঠে যোগ দেন আত্মস্থানন্দ। ১৯৪৫ সালে ব্রহ্মচ?র্য লাভ করেন। ১৯৪৯ সালে সন্ন্যাস গ্রহণ করে আত্মস্থানন্দ নামে পরিচিত হন এই সন্ন্যাসী।

২০০৭ সালে রামকৃষ্ণ মঠ ও মিশনের ১৫তম অধ্যক্ষ নিযুক্ত হন তিনি।

সর্বশেষ খবর