সোমবার, ১৯ জুন, ২০১৭ ০০:০০ টা

রাজনীতিতে এখন সৌহার্দ্যের তীব্র অভাব : বি চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, রাজনীতিবিদদের মধ্যে এখন সৌহার্দ্যের তীব্র অভাব অনুভূত হচ্ছে। দেশের জন্য এটা মঙ্গলজনক নয়। সুন্দর রাজনীতির জন্য শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হবে। জনগণ ভোট দিতে উৎসাহ পাবে এবং অংশগ্রহণমূলক নির্বাচনের স্বপ্ন বাস্তবায়িত হবে। গতকাল রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাবে বিকল্পধারা আয়োজিত ইফতারপূর্ব আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, জাসদ সভাপতি আ স ম আবদুর রব, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, বিএনপির সহসভাপতি ব্যারিস্টার আমিনুল হক, গণ ফোরামের কার্যকরী সভাপতি মফিজুল ইসলাম কামাল, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ন্যাপের জেবেল রহমান গানি, কল্যাণ পার্টির এম আমিনুর রহমান, বিকল্পধারার কেন্দ্রীয় নেতা মাহবুব আলী, সাহিদুর রহমান, হাফিজুর রহমান ঝান্টু, শাহ আহম্মদ বাদল, জানে আলম হাওলাদার, আইনুল হক প্রমুখ।

ওবায়েদুর রহমান মৃধা, আসাদুজ্জামান বাচ্চু প্রমুখ।

বি চৌধুরী বলেন, আক্রমণাত্মক এবং অকারণ উত্তেজক রাজনৈতিক বক্তব্য দেশকে বিভক্ত করবে। প্রতিযোগিতার পরিবর্তে প্রতিহিংসার রাজনীতি প্রতিষ্ঠিত হবে। মাহে রমজান আমাদের শিক্ষা দেয়  ধৈর্য, মানুষের জন্য ভালোবাসা এবং দেশপ্রেম। আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে নবী, রাসুলদের ওপর বিশ্বাস আনা, ওয়াদা ভঙ্গ না করা এবং অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মুত্তাকিদের গুণ। চিন্তা করলে অবাক হতে হয়, এই ৩টি শর্ত যদি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ পূর্ণ করতে পারতেন, তা হলে দেশের রাজনীতি আরও সৌহার্দ্যপূর্ণ এবং শান্তিপূর্ণ হতো।

সর্বশেষ খবর