সোমবার, ১৯ জুন, ২০১৭ ০০:০০ টা

উৎপাদন পর্যায়ে ভ্যাট প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক

উৎপাদন পর্যায়ে ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যালুমিনিয়াম ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটি বলছে, অ্যালুমিনিয়াম উৎপাদনের ক্ষেত্রে কাঁচামাল আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট দিতে হয়। তবে বর্তমানে উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি পায় এই খাত। কিন্তু ১ জুলাই থেকে নতুন আইন কার্যকর হলে উৎপাদন পর্যায়েও ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে। গতকাল  ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান অ্যাসোসিয়েশনের সভাপতি ওবায়দুর রহমান। আরও উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মোস্তাফা হিন্দাল, অ্যালুমিনিয়াম ব্যবসায়ী আবদুল মালেক শিকদার প্রমুখ।

সর্বশেষ খবর