মঙ্গলবার, ২০ জুন, ২০১৭ ০০:০০ টা

মেহনতি মানুষের সঙ্গে ছিলাম আছি থাকব

——— আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রমজীবী-মেহনতিসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ইফতার করেছেন কসবা-আখাউড়ার সংসদ সদস্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। রবিবার পৌর শহরের নাছরীন নবী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বক্তব্যের শুরুতে আইনমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার, জাতীয় চার নেতা এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা জীবন ত্যাগ করেছেন তাদের কথা স্মরণ করে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের বেহেশত কামনা করেন। মন্ত্রী বলেন, ‘শ্রমজীবী ও মেহনতি মানুষের সঙ্গে আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকব। তারা যেন সুখী ও শান্তিতে বসবাস করতে পারেন সেই প্রত্যাশা করছি। দোয়া করি আখাউড়া-কসবাবাসী যেন সমৃদ্ধিশালী হয় এবং সুখে থাকে।’ আরও বলেন, ‘আমি আপনাদের দুঃখ-সুখে এখনো আপনাদের পাশে আছি, আপনাদের পাশে আমি সব সময় থাকব।’ পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফার সভাপতিত্বে ইফতার মাহফিলে এ সময় আরও উপস্থিত ছিলেন শহীদস্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসার মো. সামছুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম ভূইয়া, মো. মনির হোসেন বাবুল, মন্ত্রীর একান্ত সচিব রাসেদুল কাউছার জীবন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন ও পিয়ারা বেগম পিওনা, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন তরফদার প্রমুখ।

সর্বশেষ খবর