মঙ্গলবার, ২০ জুন, ২০১৭ ০০:০০ টা

শিক্ষাপ্রতিষ্ঠানে নোট বই পড়ালে জেলে যেতে হবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শ্রেণিকক্ষে নোট বই পড়ালে জেলে যেতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ৩১৫ বেসরকারি বিদ্যালয়কে মডেল বিদ্যালয়ে রুপান্তর প্রকল্পের বিদ্যালয়সমূহে বই বিতরণী অনুষ্ঠানে তিনি এ হুশিয়ারী দেন। এসময় সৃজনশীলতার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী আরও বলেন, নোট বই সৃজনশীলতা নষ্ট করে। তাই নোট পড়ালে তার বিরুদ্ধে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে। এমনকি জেলেও যেতে হতে পারে। অন্য বক্তারা বলেন, প্রশ্ন ফাঁস শিক্ষা ব্যবস্থাসহ জাতিকে ধ্বংস করে দিচ্ছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইনসহ অন্যরা বক্তব্য দেন।

সর্বশেষ খবর