বুধবার, ২১ জুন, ২০১৭ ০০:০০ টা

লন্ডনে আগুন : এক কক্ষেই ৪২ লাশ!

প্রতিদিন ডেস্ক

যুক্তরাজ্যের লন্ডনের কেনসিংটন এলাকায় পুড়ে যাওয়া ২৪তলা ভবনের একটি কক্ষেই মিলেছে ৪২ জনের মৃতদেহ। সোমবার গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করা হয়। আগুন থেকে বাঁচতে তারা ওই কক্ষে জড়ো হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, দমকল বাহিনীতে কাজ করেন, এমন এক বন্ধুর কাছ থেকে বিষয়টি জানতে পেরেছেন স্থানীয় এক ব্যক্তি। স্বজন হারানো অন্য এক ভুক্তভোগীও একই দাবি করেন। তবে পুলিশ বা দমকল বাহিনী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেনি, আবার প্রত্যাখ্যানও করেনি। পুলিশের পক্ষ থেকে আগুনে মোট ৭৯ জন নিহত হয়ে থাকতে পারে বলে দাবি করা হলেও বাসিন্দা ও প্রতিবেশীদের দাবি, এ সংখ্যা অনেক বেশি হবে।

 গত মঙ্গলবার গভীর রাতে গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে সোমবার বিবিসির অনুসন্ধানী অনুষ্ঠান ‘প্যানোরামা’য় বলা হয়, বহুতল ভবনে অগ্নিঝুঁকির বিষয়টি অন্তত চারজন মন্ত্রী জানতেন। কিন্তু তারা কোনো ব্যবস্থাই নেননি। ২০০৯ সালে দক্ষিণ লন্ডনের ‘লাকানান হাউসে অগ্নিকাণ্ডের পর ‘অগ্নি নিরাপত্তাবিষয়ক সংসদীয়’ অন্তত এক ডজন চিঠি দিয়ে এই বহুতল ভবনে অগ্নিঝুঁকির কথা জানিয়েছেন। বিশেষজ্ঞরাও বহুবার সতর্ক করেছেন। কিন্তু সরকার কোনো পদক্ষেপ নেয়নি। ডেইলি মেইল।

সর্বশেষ খবর