বুধবার, ২১ জুন, ২০১৭ ০০:০০ টা

মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক

বাংলাদেশ সেনাবাহিনী ও মিয়ানমার সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক গতকাল ঢাকা সেনানিবাসের সেনা সদর দফতরে অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি দ্বিপক্ষীয় ও সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। মিয়ানমার সেনাবাহিনীর পক্ষে প্রতিনিধিত্ব করেন লেফটেন্যান্ট জেনারেল অং ক্যায় জ্য এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে ছিলেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) মেজর জেনারেল মো. নাজিম উদ্দীন।

সেনাপ্রধানের সঙ্গে মিয়ানমার ও দক্ষিণ সুদানের সেনা প্রতিনিধি দলের সাক্ষাৎ : সেনাবাহিনীপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে গতকাল সেনা সদর দফতরে বাংলাদেশ সফররত মিয়ানমার ও দক্ষিণ সুদানের সেনা প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে। লে. জেনারেল অং ক্যায় জ্য মিয়ানমার এবং চিফ অব ডিফেন্স ফোর্স অফিসের ডাইরেক্টর ফর ট্রান্সফরমেশন মেজর জেনারেল রবি মুজুং ইমানুই লাইলা দক্ষিণ সুদানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। আইএসপিআর।

সর্বশেষ খবর